আব্দুল্লাহ আল যোবাইর,
উখিয়া ইউএনও কতৃক জালিয়াপালং ০৩ নং ওয়ার্ডের দুইশত জেলেদের মাঝে বিশেষ উপহার প্রদান
উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হতদরিদ্র দুইশত জেলেদের মাঝে বিশেষ উপহার প্রদান করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় একজন আলেম,সৎ,যোগ্য , ইউপি সদস্য দেখে জালিয়াপালং ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের জেলেদের জন্য বিশেষ উপহার ০৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাফেজ জালাল আহমেদের নেতৃত্বে বিতরণ করেন, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার ওবাঈদুল হক।
জালিয়াপালং ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাফেজ জালাল আহমেদ বলেন: আমাদের উখিয়ার ইউএনও স্যার বার বার আমার কাছ থেকে হতদরিদ্র ও গরীব-দুঃখী মানুষের খোঁজ খবর নিতে দেখেছি অসহায় মানুষ ও জেলেদের খবর ,
আমি সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছি যে উখিয়ার ইউএনও মহোদয় সকাল ৯ টায় স্ব অফিসে হাজির হয়ে রাষ্ট্রীয় কাজে ব্যস্ত হয়ে পড়েন।
অথচ আমরা অনেক অফিস-আদালত দেখি ১০/১১ টা পার হয়ে গেলেও ঐ সমস্ত অফিসে দাপ্তরিক কার্যক্রম শুরু হয়না! আলহামদুলিল্লাহ উখিয়া উপজেলা নির্বাহী অফিসার কামরুল হোসেন চৌধুরী মহোদয়ের মতো একজন অফিসার পেয়ে আমরা উখিয়াবাসী অত্যন্ত আনন্দিত ও গর্বিত ,আল্লাহ তায়ালার কাছে ইউএনও স্যারের নিরোগ ও দীর্ঘায়ু সহ সুস্বাস্থ্য কামনা করছি, এইভাবে হায়াতের অদ্যবধি সৎ পথে অটল থাকার জন্য দোয়া করছি ।
জালিয়াপালং ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের হতদরিদ্র জেলেরা ইউএনও স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply