বলিউডের অন্য দম্পতিদের থেকে অনেকটা আলাদা সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। চলতি বছর ২৩ জুন বিয়ে করেছেন তারা।
দু’জনের সম্পর্কে শুধু ভালোবাসাই নয়, রয়েছে মিষ্টিমধুর খুনসুটিও। কখনও বিমান থেকে ঝাঁপ দেন একসঙ্গে, কখনও আবার সোনাক্ষীকে সমুদ্রে ধাক্কা দিয়ে ফেলে দেন। বিয়ের আট মাস পেরিয়েছে, বেশির ভাগ সময়ই স্বামী জাহিরের সঙ্গেই দেখা যায় সোনাক্ষীকে।
Leave a Reply