উখিয়া উপজেলাধীন হলদিয়া পালং ইউনিয়নের সামাজিক ও দ্বীনি সংগঠন আল-আমিন কিশোর ও যুব কাফেলার উদ্যোগে এলাকাবাসীর সম্মানে গণ-ইফতার মাহফিল সংগঠনের সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে, সেক্রেটারি মুহাম্মদ সাঈফীর সঞ্চালনায়, সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াসের কুরআন তেলাওয়াতের মাধ্যমে হলদিয়া-পাতাবাড়ী মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব, সরওয়ার জাহান চৌধুরী, প্রধান বক্তা হিসেবে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন, কক্সবাজার সরকারি কলেজের খতীব মাওলানা সোলতান আহমদ সাহেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব, তুর্জয় চৌধুরী রিগ্যান।
সমাপনী শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলাম মেহমান, কাফেলার দায়িত্বশীল/সদস্য ও উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং আগামী যেকোনো কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য সকলের প্রতি আহবান জানান।
Leave a Reply