আব্দুল্লাহ আল যোবাইর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধে সি ইউনিটে মেরিট লিস্টে ১১তম হয়েছে উপকূলীয় স্কুলের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ আনিসুল আবছার।
আনিস ছেপটখালী-মাদারবনিয়া উপকূলীয় উচ্চ বিদ্যালয় হতে ২০২২ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে (ব্যবসায় বিভাগ) জিপিএ-৪.৮৩ পেয়ে উত্তীর্ণ হয়েছিল ।
এরপর সরকারি সিটি কলেজ চট্টগ্রাম হতে ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে মানবিক বিভাগে চট্টগ্রাম বোর্ডে ৩২৩ তম স্থান অধিকার করে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়।
অদম্য ইচ্ছা শক্তির অধিকারী আনিস উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী গ্রামের বাসিন্দা পিতা : ছৈয়দ হোছন মাতা : সাবেকুন্নাহার দম্পতির কনিষ্ঠ সন্তান। তার এই সফলতায় অত্যন্ত আনন্দের সাথে “ছেপটখালী-মাদারবনিয়া উপকূলীয় উচ্চ বিদ্যালয় পরিবার” এর পক্ষ থেকে তার শ্রদ্ধেয় পিতা মাতাকে জানাই সালাম ও উষ্ণ অভিনন্দন ।তার সর্বাঙ্গীন উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা এলাকার সচেতন যুবক সাইফুল ইসলাম বলেন সে ভালো মেধাবী ছেলে ,
আনিস বড় হয়ে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত হবে এলাকায় আলো ছড়াবে সাথে তাকে অভিনন্দন জানাচ্ছি মফস্বল এলাকায় পড়ে ভর্তি যুদ্ধে নিজেকে প্রমাণ করার জন্য,এলাকাবাসীর পক্ষ থেকে আনিসকে অভিনন্দন জানাচ্ছি।
Leave a Reply