কষ্ট লাগে
এম রহিম উল্লাহ
কষ্ট লাগে যখন দেখি
পায় না শ্রমিক শ্রমের দাম,
দুনিয়া আজও টিকে আছে
অবদান ওই শ্রমিকের রক্ত ঘাম।
কষ্ট লাগে যখন দেখি,
পায়না খেতে নিঃস্ব- দুখী
হারাম মালের পাহাড় করে,
দুষ্টুরা হয় ভীষণ সুখী।
কষ্ট লাগে যখন দেখি,
শক্তিশালী জুলুম করে
দুর্বলেরা মার খেয়ে যায়,
নীরব থাকে প্রাণের ডরে।
কষ্ট লাগে যখন দেখি,
পায়না শ্রমিক প্রাপ্য দেনা
করলে দাবি মালিকরা ফের ,
যায় হয়ে সব ক্ষীপ্রসেনা।
কষ্ট লাগে যখন দেখি
পথিক মরে গাড়ির তলে
নরপশুরা সুখ খুঁজে পায়
ঐ পথিকের রক্ত জলে।
কষ্ট লাগে যখন দেখি
যুবক-তরুন নেশার টানে
পাপের পথে পা বাড়িয়ে
ধ্বংস-বিনাশ ডেকে আনে।
Leave a Reply