ইফতারের ছোলা-মুড়ির সঙ্গে একটু জিলাপি হলে বেশ ভালোই জমে। রোজা ছাড়াও যেকোনো আয়োজনেও জিলাপি খাওয়াই যায়।
যা লাগবে: ময়দা পরিমাণমতো, চিনি, প্রয়োজনমতো পানি, লবণ, টকদই, বেকিং পাউডার, তেল।
রসের জন্য সিরাতে যা লাগবে: পানি, চিনি, এলাচ, সামান্য ফুড কালার, লেবুর রস।
যেভাবে বানাবেন:
Leave a Reply