খাইরুল হক- উখিয়া উপজেলা প্রতিনিধি
উপকূলে কলেজ প্রতিষ্ঠা করার স্বপ্ন নিয়ে কাজ করছেন “সরওয়ার জাহান চৌধুরী ”
উখিয়া – টেকনাফ উপজেলার অন্যতম এলাকা হচ্ছে উপকূলীয় অঞ্চল। এই উপকূলীয় অঞ্চল টা হচ্ছে টেকনাফ উপজেলা বাহাছড়া ইউনিয়ন ও উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়ন প্রায় অংশ নিয়ে গঠিত। এই অঞ্চলের লোকজন অতীতে যাতায়াত ব্যবস্তা না থাকার কারণে সব ধরণের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল। বর্তমান যাতায়াত ব্যবস্তা ভালো হওয়ায় উপকূল বাসীর দুঃখ-কষ্ট আস্তে আস্তে কমে যাচ্ছে।
কিন্তু ঐ অঞ্চলের যাতায়াত ব্যবস্তা ভালো হলেও উপকূলের জনগণ শিক্ষার দিক দিয়ে অনেকটা পিছিয়ে আছে, এই পিছিয়ে থাকার অন্যতম কারণ হলো উচ্চ মানের শিক্ষা প্রতিষ্ঠান না থাকা ।
আমরা প্রতি বছর দেখতে পায় এই অঞ্চল থেকে অনেক মেধাবী শিক্ষার্থী দেশের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েও বেশির ভাগ দূরে গিয়ে পড়ালেখা করার সমর্থ না থকার কারণে ঝড়ে পরে।
তাই এই উপকূলীয় অঞ্চলের ভবিষ্যত প্রজন্মের কথা চিন্তা করে উখিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা সাবেক চেয়ারম্যান জনাব সরওয়ার জাহান চৌধুরী একটি কলেজ প্রতিষ্ঠা করার স্বপ্ন নিয়ে করে যাচ্ছেন বলে জানিয়েছেন ওনার ফেইসবুক পেইজে।
নিচে ওনার লেখা হুবহু তুলে ধরা হলো।
বাহারছড়া ও জালিয়া পালং আমাদের এই দুই উপকূলীয় ইউনিয়নে বিশ্বমানের অনেক কিছু হচ্ছে ভবিষ্যতে আরও হবে।আপসোস উচ্চ শিক্ষার জন্য কোন কলেজ নেয়।কলেজ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে আমরা কাজ করছি। সহযোগিতার হাত প্রসারিত করুন।” উপকূলীয় কলেজ” একদিন দৃশ্যমান হবে। ইনশাআল্লাহ।
Leave a Reply