1. admin@currentnews-24.com : currentnews :
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সারাদেশে চাঁদাবাজি, হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে উখিয়ার আলোচিত মনখালীর কামাল মেম্বার হত্যা মামলায় বিএনপি নেতা সহ ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের ডজন মামলার পালাতক আসামি মোস্তাক আহমদকে মরিচ্যা থেকে গ্রেফতার করেছে র্যাব -১৫ নির্বাচনী কেন্দ্র কমিটির পরিচালকদের নিয়ে জেলা আমিরের প্রস্তুতি বৈঠক সম্পন্ন উখিয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি-জনমনে বাড়ছে উদ্বেগ, আতঙ্ক ও উৎকন্ঠা  ভারত ও বাংলাদেশিদের জন্য গোল্ডেন ভিসা চালু করছে আরব আমিরাত হাবিবুর রহমানকে গ্রেফতারের বিষয়ে তদন্তের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন পবিত্র আশুরা জুলুমের বিপরীতে ন্যায় প্রতিষ্ঠায় সাহস জোগাবে- প্রধান উপদেষ্টা পিআর নিয়ে ডঃ আব্বাসীর ফতোয়া ও প্রাসঙ্গিক জিজ্ঞাসা- এম রহিম উল্লাহ ব্রীজ ভেঙ্গে যাওয়ায় হাজার পরিবার কষ্ট পাচ্ছে ৮ বছর ! খবর পেয়ে ছুটে গেলেন জামায়াত নেতা জাহাঙ্গীর আলম 

“স্বপ্ন যাবে বাড়ি আবার” – আব্দুল্লাহ আল সাকিব

  • প্রকাশিত : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১৬৭ বার পাঠ করা হয়েছে

“স্বপ্ন যাবে বাড়ি আবার”
আব্দুল্লাহ আল সাকিব
নাইক্ষ্যংছডি, পার্বত্য বান্দরবান

একটা সময় ছিল, যখন বাড়ির সীমানা ছিল পৃথিবী। ছোটবেলায় মনে হতো, এই পৃথিবীটা ছোট, আর বাড়ি হচ্ছে সেই একমাত্র জায়গা যেখানে আমরা সত্যি সুখী। তখন সময়টা ছিল একদম আলাদা। সারাদিন খেলা, হাসাহাসি, আড্ডা, আর রাতের বেলা মা-বাবার পাশে বসে গল্প শোনা—এসব ছিল জীবনের সবচেয়ে বড় সুখ। সেই সুখ, সেই শান্তি কি কখনো ফিরে আসবে?

আমরা যতই বড় হই, দূরে চলে যাই, একে একে নতুন পৃথিবী, নতুন মানুষ, নতুন সম্পর্কের সাথে পরিচিত হই, কিন্তু মনের মধ্যে একটা জায়গা থাকে, যেখান থেকে আমরা কখনোই পালাতে পারি না। সেই জায়গা হলো বাড়ি। প্রতিদিনের ব্যস্ততায়, নিজের জীবনে নানা ঝামেলা, চাপ, কাজের চাপের মাঝে মনে হয় কি যেন মিস করছি, কিন্তু কোন কিছুই সেই অনুভূতিকে পূর্ণ করতে পারে না। কোথাও কিছু কম, কোথাও কিছু অসম্পূর্ণ। আর সেটা হচ্ছে—বাড়ি!

“স্বপ্ন যাবে বাড়ি আবার…”—এই কথাগুলোই যেন আমাদের জীবনের যাত্রাপথের প্রতিচ্ছবি। সময় চলে যায়, আমরা বড় হই, কিন্তু বাড়ি ফিরে যাওয়ার অনুভূতি একদম নতুন। এই গানটা শুনলেই মনে হয়, আরে! এইতো সময় ফিরে আসার, আরে! আমারও তো বাড়ি ফিরে যাওয়ার সময় হয়ে গেছে।

এমনকি যখন আমরা অনেক দূরে চলে যাই, প্রবাসে জীবন যাপন করি, তখনও সেই বাড়ির টান অদৃশ্যভাবে আমাদের সাথে থাকে। বিদেশে থেকেও একসময় মনে হয়, “হয়তো একদিন ফিরবো, হয়তো একদিন সেই একই বাড়িতে ফিরে যাবো, যেখানে আমার শেকড় ছিল।” যদিও এখনো ফিরে যাওয়া সম্ভব নয়, কিন্তু সেই স্বপ্নটাই আমাদের প্রেরণা দেয়, আমাদের শক্তি দেয়।

আজও সেই বাড়ি ফিরে যাওয়ার স্বপ্নটা আমাদের মনের মধ্যে গোপনে এক কোণে বসে থাকে। আর এই গানটার মতোই—স্বপ্নটা ফিরে যাবে বাড়ি, একদিন! হয়তো আমরা এখনো সেখানে যেতে পারি না, তবে সেই স্বপ্নটাই আমাদের শক্তি দেয়।

“স্বপ্ন যাবে বাড়ি আবার…” – না, এই গান শুধু একবার নয়, বার বার শুনতে ইচ্ছে করে, বার বার সেই চেনা জায়গায় ফিরে যেতে ইচ্ছে করে। যে জায়গা কখনো আমাদের পুরোনো হয়ে যেতে দেয় না, বরং সারাজীবন আমাদের ভেতরে টান তোলে, যেন ফিরতেই হবে।

আজকের এই সময়ে দাঁড়িয়ে, যেখানে আমরা প্রযুক্তির যুগে পুরো পৃথিবীকে হাতের মুঠোয় নিয়ে চলেছি, সেখানে অনেক কিছু হারিয়েও ফেলেছি। হারিয়ে ফেলেছি সম্পর্ক, হারিয়ে ফেলেছি ভালোবাসা, হারিয়ে ফেলেছি সেই নিরব শান্তি। কিন্তু আজও, হৃদয়ের গভীরে, আমরা সেই পুরোনো বাড়িটিকে খুঁজে পাই, যেখানে আমাদের জীবনের সমস্ত সাদামাটা মুহূর্তগুলো এত স্পেশাল ছিল। বাড়ি—একটি জায়গা নয়, এটি একটি অনুভূতি, একটি স্মৃতি, একটি স্বপ্ন।

যতই সময় চলে যাক, যতই আমরা বড় হই, স্বপ্ন যাবে বাড়ি আবার… সেই বাড়িতে, যেখানে ভালোবাসা ছিল, শান্তি ছিল, ছিল শূন্যতার মাঝেও পূর্ণতা। আর সেই বাড়ি একদিন আবার আমাদের সঙ্গী হবে।

“এইতো সময় ফিরে আসার,
স্বপ্ন যাবে বাড়ি আবার।
পথ চিনে নেবে আঁধার,
স্বপ্ন যাবে বাড়ি আবার…”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি