সাধারণত ঘন ঘন হেয়ার স্টাইল পরিবর্তন, উচ্চ কেমিক্যালযুক্ত প্রসাধনী ব্যবহার এবং নিয়মিত চুলের যত্নে অবহেলা এমন সমস্যার প্রধান কারণ। হেয়ার স্টাইলিংয়ের পর ভলিউমের জন্য চুল টিজ বা পাফ করে নেওয়ার কারণেও চুলে জট লাগতে পারে।
এছাড়া গোসলের পর চুলে জট লাগার কারণ কিন্তু পানি! আসলে আমাদের চুল মূলত কেরোটিন নামক শক্ত প্রোটিন দিয়ে তৈরি। যার পিএইচ মাত্রা ৫ দশমিক ৫। পানির পিএইচ মাত্রা থাকে ৭, যা চুলের ক্ষতির কারণ। আর চুলের জট ছাড়াতে গিয়ে তৈরি হয় নানা সমস্যা। চুল ছিঁড়ে যায়, ফেটে যায় আর সব শেষে হাতের মুঠোয় একরাশ চুল এসে জমে। অনেকে সমস্যা থেকে মুক্তি পেতে চুল কেটেও ফেলেন। তাই বলে কি স্টাইলিং চলবে না! চলবে, সঙ্গে জেনে নিন চুল জটমুক্ত করার কৌশল।
Leave a Reply